বিশ্বের মুক্তির দিনই বাংলাদেশেও দেখা যাবে ‘ভুলভুলাইয়া ৩’। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে ভারতের সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’। ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া ৩’ মুক্তি পাচ্ছে।

জাহিদ হাসান অভি জানান, ‘সরকারি যাবতীয় নীতিমালা মেনেই আমদানি করা হচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাব।’

তিনি আরও বলেন, ‘অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তন হওয়ায় ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে পণ্য। ভারত বাংলাদেশ অন্যান্য পণ্য যেমন নিয়ম মেনে আমদানি রপ্তানি হচ্ছে, সিনেমাও তেমন। ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না। হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে। বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন।’

Leave A Reply

Exit mobile version