বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক এই সহ-সভাপতি নির্বাচিত হতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎও করেছেন। শনিবার রাতে গুলশানের ফিরোজায় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তাবিথ আউয়ালকে দোয়া করে দেন খালেদা জিয়া।

বাফুফে নির্বাচনে ১২৮ জন ভোট দিয়েছেন। তার মধ্যে তাবিথ পেয়েছেন ১২৩ ভোট। তাবিথ আউয়ালের সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথ আউয়ালকে বিশেষ নির্দেশনা দেন।      

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। সবার আগে নিশ্চিত হয় সিনিয়র সহ সভাপতি পদ। প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই চেয়ারে বসেছেন ইমরুল হাসান। নির্বাচনের দিন ভোট গণনা শেষ হবার কিচ্ছুক্ষণ বাদেই নাম ঘোষণা হলো সভাপতির। মিজানুর রহমানকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। ১২৮টি ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫টি ভোট।  

বাফুফের নির্বাচনে সাবেক দুই তারকা ফুটবলার আশা জাগিয়েও বসতে পারেননি সহ সভাপতির চেয়ারে। হেভিওয়েট দুই প্রার্থী সাবেক দুই ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক দুজনই হেরে গেছেন। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম। ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জাহেদী। তিনি অবশ্য রেকর্ডও গড়েছেন। জাহেদীর আগে বাফুফে সহ-সভাপতি নির্বাচনে এর আগে কেউ ১০০ ভোট পাননি। সবার শেষে জানা যায় নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে নির্বাচনী ফলাফল। এই পদের লড়াইয়ে সর্বোচ্চ ৯৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।

সদস্য পদে বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও অংশ নিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়েছেন এবারও। ৮১টি ভোট পেয়ে এবারও বাফুফেতে থাকছেন কিরণ। এ ছাড়াও বিদায়ী কমিটি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও বিজন বড়ুয়া।  ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে এই কমিটি।

এক নজরে দেখে নিন তাবিথ আউয়ালের অধীনে কেমন হলো বাফুফের নতুন নির্বাহী কমেটি

সভাপতি : তাবিথ আউয়াল।

সিনিয়র সহসভাপতি : ইমরুল হাসান।

সহসভাপতি : নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ।

সদস্য : ইকবাল হোসেন, আমিরুল ইসলাম, গোলাম গাউস, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, মনজুরুল করিম, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, কামরুল হাসান হিল্টন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া, বিজন বড়ুয়া, মোহাম্মদ এখলাছউদ্দীন, সাইফুর রহমান মনি।

Leave A Reply

Exit mobile version