গত ১৭ বছরে সংঘটিত অপরাধের বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র‍্যাব নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরিফ বলেন, নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনার বিচারের সব বাধা কেটে গেছে। দ্রুতই আমরা এই ঘটনার সঙ্গে জড়িত ঘাতকদের শনাক্ত ও বিচার দেখতে পারবো। এছাড়া বিগত ১৭ বছরে যে নির্যাতন ও অপরাধ হয়েছে, সেই অপরাধীদের বিচারও আমরা দেখতে পারবো।

এ সময় বিপ্লব ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগে গণ-অভ্যুত্থান ও বিপ্লব হতো ঢাকাকেন্দ্রিক। কিন্তু এবারের গণ-অভ্যুত্থানে প্রকৃত অর্থে গণজোয়ার। শুধু ঢাকা শহর নয়, মাঠে-ঘাটে এবং গ্রাম অঞ্চলেও গণজোয়ার এসেছে। অনেকে মনে করেন গণ-অভ্যুত্থানের বিপ্লব ফুরিয়ে গেলো না তো! আমি বলতে চাই, বিপ্লব এখনও ফুরিয়ে যায়নি। মানুষ সংস্কার চায়, সেগুলো চলতে থাকবে।

Leave A Reply

Exit mobile version