ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী তাদের বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যটা বুঝতে পারেনি। আজকে বাংলাদেশে কাজ করার সুযোগ এসেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বাস্তবায়নে তিনি অঙ্গীকারাবদ্ধ। উপাচার্য বলেন, আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা হবে । রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, আজকের এ অনুষ্ঠান শুধু একটি সাধারণ সভা নয়, এটি আনন্দ মেলা, মিলনমেলা। আপনারাই বিশ্ববিদ্যালয়ের মূল মূল্যবোধ। তাই এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অ্যালামনাইদের অনেক দায়িত্ব আছে।

সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাইর আহবায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদী। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মুহাম্মদ আবদুল হাই। ড. জিল্লুর রহমান ও ড. আব্দুল মান্নানের পরিচালনায় এতে অ্যালাইমনাইদের পক্ষ থেকে বক্তব্য দেন ডিআইজি ড. আশরাফুর রহমান, আব্দুল হাই মো. সাইফুল্লাহ, অধ্যাপক আব্দুল হান্নান (রাবি), অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক শহীদ মো. রেজওয়ান, অধ্যাপক আবু সিনা, তারেক মনোয়ার, অধ্যাপক ইকবাল হোসাইন, অ্যাডভোকেট আব্দুল আওয়াল, অধ্যাপক নাছির উদ্দিন মিঝি প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাজমুল হক সাঈদী বলেন, সব বাধা পেরিয়ে ইসলামী বিশ্ববিদালয় নতুন রূপে এগিয়ে যাবে। বিকেলে দ্বিতীয় অধিবেশনে অ্যালামনাইর আহবায়ক কমিটি ঘোষণা এবং গঠনতন্ত্র অনুমোদন করা হয়। আহবায়ক হিসেবে নাজমুল হক সাঈদী এবং সদস্য সচিব হিসেবে মুহাম্মদ আবদুল হাই নির্বাচিত হন। তারা একটি সার্চ কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়।

বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার নিবন্ধিত অ্যালামনাই ছাড়াও শিক্ষক-কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

Leave A Reply

Exit mobile version