সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

সোমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডিতে ২১ আগষ্ট প্রথম ও করাচিতে ৩০ আগষ্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে। দল প্রথমে লাহোরে যাবে। গাদ্দাফি স্টেডিয়ামে ১৪ থেকে ১৬ আগষ্ট প্রস্তুতি নেবে। এরপর ১৭ আগষ্ট ইসলামাবাদে যাবে দল।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Leave A Reply

Exit mobile version