কলকাতায় ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে ফারিণের। সেখানে নায়ক দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। কিন্তু দেশে সাম্প্রতিক অবস্থা নাজেহাল হয়ে পড়ায় তা আটকে যাওয়ার উপক্রম। ফারিণ জানান, আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় ছবিটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে।

ওপার বাংলার সিনেমায় অনেক আগেই নিজের নাম লিখিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কয়েকদিন আগে শোনা যায়, কলকাতার একটি সিনেমায় আবারও নাম লিখিয়েছেন তিনি। সেখানে টালি অভিনেতা দেবের নায়িকার হওয়ার কথা ছিল তার।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া মুঠোবার্তায় এমনটিই জানালেন অভিনেত্রী। বলেন, ‘দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। আগামী নভেম্বর থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি–প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগির কলকাতায় যেতে হবে।’

Leave A Reply

Exit mobile version