বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামল থেকেই কাজ করছিল চলমান অর্থনৈতিক সংকট। তার পতন হলেও– রাজনৈতিক সংকটের আবহ অর্থনীতির প্রবৃদ্ধির জন্য আরো ঝুঁকি যোগ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা– এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস।
এসঅ্যান্ডপি বলেছে, অর্থনীতিতে নানানভাবে বিঘ্ন ঘটলে– বাংলাদেশের রপ্তানি প্রত্যাশার চেয়ে কম হতে পারে। যা বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে আরো প্রভাব ফেলবে, এতে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা রিজার্ভ আরও হ্রাস পাবে। একারণে প্রবৃদ্ধির পাশাপাশি বহিস্থ সূচকগুলোতেও ঝুঁকি রয়েছে। এক বিবৃতিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে এসঅ্যান্ডপি।
এতে বলা হয়, আর্থ-সামাজিক পরিস্থিতির দ্রুত উন্নতি নাহলে– ঋণমান সূচকের আরও ক্ষতি হবে। তবে বাংলাদেশের ঋণমানের বহিস্থ সুরক্ষার ক্ষতি হলেও– অচিরেই ঋণমানের ওপর জোরালো চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে না এসঅ্যান্ডপি।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশের ঋণমান বিবি মাইনাস থেকে কমিয়ে বি প্লাসে নামিয়ে আনে সংস্থাটি। যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সরকার। মূলত বৈদেশিক মুদ্রা রিজার্ভের পড়তি অবস্থানের কারণে ঋণমানের এই অবনমন করা হয়।