চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমরা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে চলেছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে  বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

মুহম্মদ শফিকুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভুমিকা রাখবে। যেখানে একটি বড় গাছ কাটা হবে, সেখানে কমপক্ষে ১০টি গাছ রোপন করতে হবে। তাহলে আমরা সবুজ শ্যামল দেশ গড়তে পারবো এবং সেই গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, দুর্যোগের হাত থেকে রক্ষা করবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। এখনো আমাদের যে পরিমাণে গাছপালা থাকার প্রয়োজন তার থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। ফরিদগঞ্জ উপজেলা যুবলীগকে ধন্যবাদ। তারা বৃক্ষরোপণের মতো ভাল কাজ হাতে নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নিজে গাছ লাগান এবং গাছের যত্ন নেন। তাই আমাদেরও  এ ব্যাপারে ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে। বাড়ির আঙ্গিনায় নিত্য প্রয়োজনীয় সবজি গাছ লাগিয়েও আমরা আমাদের খাবারের চাহিদা মেটানোর সাথে সাথে পরিবেশ রক্ষা করতে পারি।

টানা দ্বিতীয়বারের মতো চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচিত সংসদ সদস্য তিনি। তিনি ‘পথে প্রান্তরে মিডিয়া লিমিটেড’ কোম্পানির চেয়ারম্যান। একই সঙ্গে কোম্পানির অন্যতম প্রতিষ্ঠান ‘দৈনিক পথে প্রান্তরে’ পত্রিকার সম্পাদক। অনলাইন বাংলা ও ইংরেজি নিউজ পোর্টাল ‘সিটিজেন টাইমস বিডি ডট কমে’র সম্পাদক ও প্রকাশক তিনি। প্রস্তাবিত বেসরকারি সিটিজেন টেলিভিশনের চেয়ারম্যান ও এডিটর ইন চীফও।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, বন কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

Leave A Reply

Exit mobile version