পবিত্র হজ শেষে ২৮  হাজার ৯৪১ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৭৪টি ফ্লাইটে দেশে ফেরেন। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

পোর্টালে দেওয়া তথ্য থেকে জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪৩ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা যান। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৮ জুন) মো. হারুনুর রশীদ নামে এক হজযাত্রী মারা যান। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন।

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। এই ফ্লাইট চলবে ২২ জুলাই পর্যন্ত। এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

Leave A Reply

Exit mobile version