নিউইয়র্কের উইকেট নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আবার কম রান স্কোরে যোগ করেও আগে ব্যাটিং করা দল জিতছে। দক্ষিণ আফ্রিকার বেলাতেও তাই হলো। ১১৩ রান স্কোরে যোগ করেও বাংলাদেশকে হারালো প্রোটিয়ারা। এত কম রান অতিক্রম করার সুযোগ পেয়েও বাংলাদেশ জিততে পারল না। ৪ রানে হারল।

নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ম্যাচ হয়। দক্ষিণ আফ্রিকার অল্প রানও বাংলাদেশের কাছে অনেক বড় হয়ে ধরা দিলো। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯ রান করতে পারে বাংলাদেশ। ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপত্তিতে পড়ে যায়। তানজিদ হাসান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত আউট হওয়ায় শঙ্কা জাগে। কিন্তু পঞ্চম উইকেটে গিয়ে তাওহীদ ও রিয়াদ মিলে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দলকে ৯৪ রানে নিয়ে যান। ৪৪ রানের অসাধারণ জুটি গড়েন। এমন সময়ে তাওহীদ (৩৭) আউট হলেও জয়ের কাছেই থাকে বাংলাদেশ। ৬ বলে জিততে বাংলাদেশের ১১ রান লাগে। সেই রানই নিতে পারেনি বাংলাদেশ। দুই বলে জিততে যখন ৭ রান লাগে, তখন ছক্কা হাকাতে গিয়ে  রিয়াদও (২০) আউট হন, তখন জয়ের সব স্বপ্নই শেষ হয়ে যায়। জিততে তখন ১ বলে ৬ রান লাগে। তা আর করতে পারেনি বাংলাদেশ।     

আগে ব্যাটিং করার সিদ্ধান্ত থেকেই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য বোঝা গেছে, লো স্কোর থেকে বেশি রান করার ভাবনা। তাতেই বাংলাদেশকে কাঁত করতে চেয়েছে প্রোটিয়ারা। বড় রান সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তানজিম হাসান সাকিব (৩/১৮), তাসকিন আহমেদ (২/১৯) এতটাই ভালো বোলিং করেছেন যে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১৩ রানের বেশি করতে পারেনি। ২৩ রানেই তো ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে হেনরিচ ক্লাসেন (৪৬) ও ডেভিড মিলার (২৯) যদি পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি না গড়তেন, তাহলে দক্ষিণ আফ্রিকা হয়ত ১০০ রানও স্কোরে যোগ করতে পারত না।

বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তানের ম্যাচকেই সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ধরা হয়। সেই ম্যাচেই যেমন ভারত ১১৯ রান করেও জয় তুলে নেয়। দক্ষিণ আফ্রিকা এমনই করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ বোলাররা প্রোটিয়া ব্যাটারদের এমনই আটকে রেখেছে যে রানই তুলতে পারেনি তারা। ঠিক একইভাবে দক্ষিণ আফ্রিকা বোলাররাও বাংলাদেশ ব্যাটারদের রান করতে দেননি। জেতার সুযোগ হাতছাড়া হলো। কেশভ মহারাজ ৩ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে যায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার কাছে হারায় এখন ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিশ্বকাপে খেলা শেষ। এখন সামনে ওয়েস্ট ইন্ডিজে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচ। ম্যাচগুলো জিতলে ‘সুপার এইটে’ খেলবে বাংলাদেশ। না হলে ‘সুপার এইট’ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে।

Leave A Reply

Exit mobile version