টি২০ বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য বিভীষিকাময় এক আসর। সেই ২০০৭ সালে, নিজেদের প্রথম টি২০ বিশ্বকাপে, প্রথম ম্যাচে টেস্ট খেলুড়ে এক দলকে, শক্তিশালী এক দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। এরপর আর এমন দলের বিপক্ষে কোন জয় নেই। নিজেদের নবম টি২০ বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে শুরু হবে। এই ম্যাচেও কী জয় মিলবে? নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা কী পারবে দলকে জয় এনে দিতে?

শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ বিশ্বকাপে দুইবারের দেখায় দুইবারই হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালে ৬৪ রানে ও ২০২১ সালে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর সবমিলিয়ে টি২০ ক্রিকেটে শ্রীলঙ্কাকে ১৬ বারের দেখায় ৫ বার হারিয়েছে বাংলাদেশ। এ বছর ৩ ম্যাচ খেলে ১টিতে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানো কঠিনই মনে হচ্ছে।

টি২০ বিশ্বকাপ শুরুর আগে অবশ্য বাংলাদেশ ভালই ধাক্কা খেয়েছে। তা থেকে যদি শিক্ষা নিতে পারে। তবে দলের ব্যাটিংয়ের যে বেহাল দশা তাতে পথ সহজ নয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে পাত্তাই পায়নি। ১৫০ রান করাই যে বাংলাদেশের কাছে কত কঠিন, তা বোঝাই গেছে। এখন সবকিছু দুর করে দিয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে শ্রীলঙ্কাকে হারানো গেলেই হলো। না হলে পরের ম্যাচ তো (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) আর কঠিন প্রতিপক্ষ!     

নবম টি২০ বিশ্বকাপ আসরের মধ্যে নিজেদের প্রথম (২০০৭ সালে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে), পঞ্চম (২০১৪ সালে, আফগানিস্তান ও নেপালকে হারিয়েছে), ষষ্ঠ (২০১৬ সালে, নেদারল্যান্ডস, ওমানকে হারিয়েছে), সপ্তম (২০২১ সালে, ওমান, পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে), অষ্টম (২০২২ সালে, নেদারল্যান্ডস, জিম্বাবুয়েকে হারিয়েছে) বিশ্বকাপে জিততে পেরেছে বাংলাদেশ। তাও আবার প্রথম ও অষ্টম বিশ্বকাপ ছাড়া কোন বিশ্বকাপেই প্রথম রাউন্ডের পর জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে নিজেদের দ্বিতীয়, ২০১০ সালে নিজেদের তৃতীয় ও ২০১২ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপে তো একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ।

এবার বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলছে। প্রথম রাউন্ডে খেলতে হয়নি। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ পড়েছে গ্রুপ- ‘ডি’ তে। শ্রীলঙ্কা ছাড়াও তাদের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে, রাত ৮ টা ৩০ মিনিটে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে, ভোর ৫ টা ৩০ মিনিটে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশকে ‘সুপার এইটে’ খেলতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে।

প্রথম দুই ম্যাচই সবচেয়ে কঠিন। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুক্তরাষ্ট্রে জয় তুলে নেওয়া গেলে ‘সুপার এইটে’ খেলা সহজ হবে। আর যদি দুটি ম্যাচই হারে বাংলাদেশ, তাহলে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জিতলেও ‘সুপার এইটে’ খেলার আশা শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা যে বাংলাদেশকে হারিয়ে অনেকটাই এগিয়ে থাকবে। সবার প্রত্যাশা শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ আজ টি২০ বিশ্বকাপ মিশন ভালোভাবে শুরু করুক।

Leave A Reply

Exit mobile version