জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে শুরুতে খেলবেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার জন্য ভারতে থাকা পেসার মুস্তাফিজুর রহমান। সাকিব প্রথম তিন ম্যাচ ও মুস্তাফিজ প্রথম ম্যাচ খেলবেন না।  বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটিই জানিয়েছেন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁ রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার এ সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষার সিরিজ হয়ে উঠেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে তাই করবেন। জিম্বাবুয়ে সিরিজে হাথুরুর বিশ্বকাপ পরীক্ষা চলবে। এ সিরিজের জন্য এরইমধ্যে প্রস্তুতি ক্যাম্প ডাকা হয়েছে। সেখানে ১৭ ক্রিকেটারকে রাখা হয়েছে। যেখানে সাকিব ও মুস্তাফিজ নেই।

আছেন – নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির আলি অনিক, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল তিন দিনের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (৩, ৫ ও ৭ মে) এবং শেষের দুই ম্যাচ (১০ ও ১২ মে) ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া যাবে না।

জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবকে শুরুতে না পাওয়ার কারণ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে ফিরে ম্যাচ ফিটনেস পেতে ডিপিএল খেলতে চান সাকিব। এরপর জাতীয় দলের ক্যাম্পে ফিরলে শেষ দিকে তাকে পাওয়া যেতে পারে।

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল ঘোষণার পর লিপু সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যা জেনেছি তা হলো- মাসের শেষ দিকে সে দেশে ফিরবে। এরপর ডিপিএলের এক বা দুইটা ম্যাচ খেলবে। পরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু অনুশীলন করবে। আমরা আশা করছি, সিরিজে শেষ দুই ম্যাচে তাকে পাবো।’

লিপু জানিয়েছেন, জাতীয় দলে খেলার আগে কিছু প্রক্রিয়া আছে। দেশে ফেরার পর তার ভ্রমণ ক্লান্তি থাকবে। এখানকার গরমের সঙ্গে মানিয়ে নিতে হবে। জাতীয় দলের সতীর্থ ও কোচিং স্টাফের সঙ্গেও অনুশীলন সেশনের দরকার আছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করেই ম্যাচ খেলানো হবে সাকিবকে।

আইপিএল খেলতে এখনও ভারতে থাকা বাংলাদেশি পেসার মুস্তাফিজের প্রথম ম্যাচ না খেলার সম্ভাবনা নিয়ে জানাতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনা বেশি। দেশে ফেরার পর মেডিক্যাল টিমের সঙ্গে তার কিছু কাজ রয়েছে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কথা বলে দেখব তার সঙ্গে। তবে আমার বিশ্বাস তিনি প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না।’

আইপিএল খেলতে এখনও ভারতে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আর বেশিদিন খেলতে পারবেন না তিনি। কারণ ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। এরপরই তিনি দেশে ফিরবেন।

Leave A Reply

Exit mobile version