শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে। সিলেটে চারদিনেই খেলা শেষ হয়ে গেছে। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ফিরছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম টেস্টে এক ইনিংসেও বাংলাদেশ ২০০ রান করতে পারেনি। প্রথম ইনিংসে ১৮৮ ও দ্বিতীয় ইনিংসে ১৮২ রান করেছে। দলের হয়ে মুমিনুল হক (দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রান) ভালো ব্যাটিং করতে পেরেছেন। সেই তুলনায় শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে (ধনাঞ্জয়া ডি সিলভা – ১০২ রান ও কামিন্ডু মেন্ডিস – ১০২ রান) ২৮০ রান করার পর দ্বিতীয় ইনিংসে আবারও দুই সেঞ্চুরিতে (ধনাঞ্জয়া – ১০৮ রান ও কামিন্ডু মেন্ডিস ১৬৪ রান) ৪১৮ রান করে। বাংলাদেশের সামনে জিততে ৫১১ রানের টার্গেট দাড় হয়। ১৮২ রানেই দম ফুরায় বাংলাদেশের ইনিংস। তাতে করে বড় হার হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও যায় শ্রীলঙ্কা।

এবার সাকিব আগামী শনিবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ফিরছেন। তাতে করে দলে যে সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটারের অভাব আছে, তা সাকিবকে দিয়ে কিছুটা হলেও কমবে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য যথেষ্ট ফিট নন, তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরমেটে খেলেননি। বিরতি নেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচও মিস করেন। তবে সংবাদমাধ্যমে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, চট্টগ্রাম টেস্টে আমরা সাকিবকে চেয়েছি। সে নিজেও আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।

জানা গেছে, দ্বিতীয় টেস্টের জন্য সাকিবকে নিয়েই দল তৈরি করেছেন নির্বাচকরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে প্রস্তুত হচ্ছেন সাকিব। তবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচ না থাকলে মিরপুরে রানিং, জিমের সঙ্গে ইনডোরে লাল বলে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিচ্ছেন তিনি। সাকিবের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনও, সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসেন প্রত্যেকের জন্য ভালো হয়। তাঁর অভিজ্ঞতা আমাদের দলকে সহায়তা করবে। যদি ফেরেন, ভালোই হবে।

সাকিব প্রায় ১ বছর পর টেস্ট খেলতে নামবেন। গতবছর এপ্রিলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন। আর গতবছর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষেই (ওয়ানডে বিশ্বকাপে) সবশেষ জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন। চার মাস পর আবার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন সাকিব।

Leave A Reply

Exit mobile version