দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭ রানে হারিয়েছে ভারত। প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। রোহিত শর্মার নেতৃত্বে ম্যাচের নায়ক বিরাট কোহলির ৭৬ রানের অসাধারণ ইনিংসে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পেরেছে ভারত। বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন কোহলি। কোহলির এমন সিদ্ধান্তের পর রোহিতও একই পথের পথিক হন। বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচসেরা হন কোহলি। ৫৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৬ রান করে ম্যাচের নায়ক হন। আসল ম্যাচে এসে নিজের জাত চেনান। ম্যাচ সেরা পুরস্কার নেওয়ার সময়ই নিজের অবসরের কথা জানিয়ে দেন। শুরুতে বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’ একটু পর আরেক…
Author: Md Ashraf Hossain
কথায় আছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। বিরাট কোহলি তা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখিয়ে দিলেন। বার্বাডোজের ব্রাইটনের কেনিংটন ওভাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কিছুই করে দেখাতে পারেননি। আসল ম্যাচে এসে জাত চিনিয়ে দিয়েছেন কোহলি। ৫৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৬ রানের ইনিংস উপহার দিয়ে শিরোপাই জিতিয়ে দিয়েছেন। ভারত ৭ রানে জিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ভারত ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকাকে ১৬৯ রানের বেশি করতে দেয়নি। কোহলির ব্যাটিং ঝলকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে রোহিত শর্মার ভারত। ম্যাচ সেরার পুরস্কারটিও জেতেন কোহলি। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দিয়ে দেন। আরও পড়ুন – টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কোহলির…
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে যা কখনো ঘটেনি, তাই এবার ঘটতে যাচ্ছে। প্রথমবারের মতো কোন দল অপরাজিত চ্যাম্পিয়ন হতে চলেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বার্বাডোসের ব্রাইটনের কেনিংটন ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে শিরোপার লড়াই। যে দলই ফাইনালে জিতবে, তারাই ইতিহাস গড়বে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। কিন্তু সবার মনে একটিই প্রশ্ন, চ্যাম্পিয়ন হবে কারা? আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরই ফয়সালা হয়ে যাবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে বিশ্ব, নাকি পুরনো, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের হাতেই শিরোপা শোভা পাচ্ছে, তা বরণ করে নেবে? দক্ষিণ আফ্রিকার জন্য কষ্টই…
নিউইয়র্কের উইকেট নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আবার কম রান স্কোরে যোগ করেও আগে ব্যাটিং করা দল জিতছে। দক্ষিণ আফ্রিকার বেলাতেও তাই হলো। ১১৩ রান স্কোরে যোগ করেও বাংলাদেশকে হারালো প্রোটিয়ারা। এত কম রান অতিক্রম করার সুযোগ পেয়েও বাংলাদেশ জিততে পারল না। ৪ রানে হারল। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ম্যাচ হয়। দক্ষিণ আফ্রিকার অল্প রানও বাংলাদেশের কাছে অনেক বড় হয়ে ধরা দিলো। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯ রান করতে পারে বাংলাদেশ। ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপত্তিতে পড়ে যায়। তানজিদ হাসান, লিটন কুমার…
বাংলাদেশের টি২০ ক্রিকেটে বেহাল দশা। তা আগে থেকেই বোঝা গেছে। তবুও আশা ছিল ভালো কিছু করার। শ্রীলঙ্কার অবস্থাও যে খুবই খারাপ ছিল। তাই হলো। ঘুরে দাড়ালো বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১ ওভার বাকি থাকতে ২ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই অবস্থা বিশ্বকাপে খারাপ ছিল। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে মূল লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছে। তাতেই আশা তৈরী হয়। জয় আসলেও আসতে পারে শান্ত, সাকিব, মাহমুদুল্লাহদের। বিশ্বকাপের আসল লড়াইয়ে নামার আগে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের পর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি। কিন্তু মূল…
টি২০ বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য বিভীষিকাময় এক আসর। সেই ২০০৭ সালে, নিজেদের প্রথম টি২০ বিশ্বকাপে, প্রথম ম্যাচে টেস্ট খেলুড়ে এক দলকে, শক্তিশালী এক দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। এরপর আর এমন দলের বিপক্ষে কোন জয় নেই। নিজেদের নবম টি২০ বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে শুরু হবে। এই ম্যাচেও কী জয় মিলবে? নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা কী পারবে দলকে জয় এনে দিতে? শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ বিশ্বকাপে দুইবারের দেখায় দুইবারই হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালে ৬৪ রানে ও ২০২১ সালে ৫ উইকেটে…
পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হওয়ায় চট্টগ্রাম টেস্টে নেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অবর্তমানে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০ টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে নিক পোথাস বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে। তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে…
আজ ২৬ মার্চ। ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু করে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালীদের উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংগঠন করতে থাকে। এমতাস্থায় ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তাজনিত…