কাজী রিয়াজ উদ্দিন রোড সমাজ কল্যান সমিতির নব নির্বাচিত কমিটি গঠিত হওয়ার পর প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। সমিতির সভাপতি তাসাদ্দেক হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ সুমন। কোচির ময়দানে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মো: আলতাফ হোসেন স্বপনের পৃষ্ঠপোষকতা ও ওয়াসিনের নেতৃত্বাধীন দল লায়ন চ্যালেঞ্জার্স। তারা লাভ ১০কে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ‘প্রিন্স অব পোস্তা’র আনিসুর রহমান লিটন।
চ্যাম্পিয়ন দলের পৃষ্ঠপোষক, টিম ম্যানেজার আলতাফ স্বপন বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। অনেক খুশি। শিরোপা জয়ী দল পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ৭ হাজার টাকা পেয়েছে। আর রানার্সআপ দল পেয়েছে ক্রেস্ট ও ৫ হাজার টাকা। প্রতিটি দলের অধিনায়কদের হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এলাকার ব্যাচ ভিত্তিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১২টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও আরও ১০টি দল (প্রিন্স অব পোস্তা, জাপান গ্রুপ, প্যারাগন ফ্রেন্ডস সার্কেল, ফ্রিডম বয়েজ, সি.টি.এন বয়েজ, সি.এম.বি বয়েজ, ফ্রেন্ডস ফরটিন, সি.এম.আর বয়েজ, মজিদগঞ্জ তরুণ সংঘ, ফ্রেন্ডস ইউনিট) অংশ নেয়। লীগ পদ্ধতিতে চার গ্রুপে খেলা হওয়ার পর সেমিফাইনালের দুই বিজয়ী দল খেলে ফাইনাল। তাতে বাজিমাত করে লায়ন চ্যালেঞ্জার্স।
১৯৬০ সন তৎকালীন জনকল্যান মজলিশ আজকের এই সমাজ কল্যান সমিতি। এলাকার ঐতিহ্য। যা সেই ১৯৬০ সন থেকে এলাকার মুরুব্বিরা, বড় ভাইরা এলাকার সমাজ সেবা মূলক কাজ করে আসছেন। আগামীতেও এই ধারা চলমান থাকবে এই আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণী মঞ্চে সমাজ কল্যান সমিতির সভাপতি তাসাদ্দেক হোসেন বাবলু সংগঠন এর আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এলাকা বাসী সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন। এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করেন। সমাজ কল্যান সমিতি আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট সুন্দর ও সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান। সমাজ কল্যান সমিতির সাবেক কমিটির সবাইকে বিদায়ী সংবর্ধনাও দেওয়া হয়।