বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালের খুব কাছে ছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তো টাইগাররা। তবে তা হয়নি। সুপার এইটে তিন ম্যাচই হেরে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য তার আগে গ্রুপ পর্বে তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আর তাতেই খুশি জালাল ইউনুস চৌধুরী।
বাংলাদেশ যে তিন ম্যাচ জিতেছে তার সবকটিতেই বড় অবদান ছিল বোলারদের। এক তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো কোনো রান করতে পারেননি। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ খুঁজবে বিসিবি।
এ প্রসঙ্গে জালাল বলেন, ‘টপ অর্ডার টানা ব্যর্থ হয়েছে বলেই আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ফেইল করতে আমি কখনো দেখিনি। হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে। কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’
পুরো আসরেই দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। এই তরুণকে নিয়ে জালাল বলেন, ‘দুর্দান্ত বোলিং করেছে আমাদের পেসার ও স্পিনাররা। বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল নিজেকে প্রমাণ করার। সব মিলিয়ে এ ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।’