দিন আর বেশি নেই। আর মাত্র তিনদিন। এরপরই শেষ হয়ে যাবে কোপা আমেরিকা ও ইউরো ফুটবল। কোপা আমেরিকায় আর্জেন্টিনা-কলম্বিয়া ও ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে স্পেন-ইংল্যান্ড শিরোপার জন্য লড়াই করবে। দীর্ঘ এক মাস লড়াইয়ের পর সেমিফাইনালের গন্ডি পেরিয়ে আসর দুটি পা রেখেছে ফাইনালের মহামঞ্চে। এখন অপেক্ষা শিরোপার নির্ধারণীর।
সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
ইউরোর ফাইনালে রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই দল।
কোপা আমেরিকার সেমি ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ জন নিয়েই জিতে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। শেষবার ২০০১ সালে কোপার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কলম্বিয়া। এবার উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া।
ঘরের মাঠ মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি। যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে, প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।
ফাইনালের আগে বৃহস্পতিবার (১১ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ১০ জনের কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা।
আর বুধবার (১০ জুলাই) সেমিতে প্রথমবার খেলতে আসা কানাডা নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অলৌকিক কিছুই করতে পারল না। আর্জেন্টিনা খেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করলো লিওনেল মেসিরা। একপেশে লড়াইয়ে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। দ্বিতীয়টিতে স্পেনকেই অনুসরণ করলো ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে হ্যারি কেনের নেতৃত্বাধীন দল।
নামে-ভারে শক্তিশালী দল হলেও এবারের ইউরোতে ইংলিশদের খেলায় ছিল না তেমন সুর-তাল, ছন্দ৷ ফলে এবারের শিরোপার লড়াই থেকে থ্রি লায়ন্সদের খানিকটা বাইরেই রাখছিল অনেকে। তবে সেই দলটাই কিনা উঠে এলো ফাইনালে! শিরোপা জেতার শেষ ধাপে!
ইউরোর ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপীয় ফুটবলের ঐতিহ্যবাহী এই আসরের ফাইনালে তারা। নেদারল্যান্ডসকে আক্ষেপে পুড়িয়ে এবার স্বপ্নের ট্রফিতে চুমু খাবার অপেক্ষা। যেখানে বাধা কেবল স্পেন।
ইদুনা পার্কে দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই হারে ইউরোর ফাইনাল অধরাই রয়ে গেল ডাচদের।১৯৮৮ সালে শিরোপা জেতার পর গত ৩৬ বছরে ৪ বার শেষ চারে উঠে এলেও ফাইনালে উঠা হয়নি তাদের।