‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দির বাইরে এবার বাংলাতেও মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর, এবার সেখানেই কণ্ঠ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। গণমাধ্যমকে গায়ক জানান, সবটাই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই সবটা খোলাসা করতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, এই সিনেমার বাংলা ভার্সনে কোনও একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির।
গত বছর এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু।
এর মাঝেই চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমাটির টিজার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আল্লুকে। তার পর থেকে যেন অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দ্বিতীয় বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত এই সিনেমাটি।