পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁ রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার এ সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষার সিরিজ হয়ে উঠেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে তাই করবেন। জিম্বাবুয়ে সিরিজে হাথুরুর বিশ্বকাপ পরীক্ষা চলবে।
জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পাঁ রাখার একদিন আগে বাংলাদেশ দল ঘোষণা করার কথা রয়েছে। প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (৩, ৫ ও ৭ মে) এবং শেষের দুই ম্যাচ (১০ ও ১২ মে) ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ সিরিজে বিশ্বকাপ দলে থাকতে পারেন এমন ক্রিকেটারদের ভালোভাবে ঝালিয়ে নিতে চান কোচ। আর তাই শুরু থেকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।
বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করতে হবে ১ মে। যা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ১ মে’র মধ্যে পাঠাতেও হবে। কিন্তু বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ তো শুরুই হবে ৩ মে। পরীক্ষা করার সুযোগ কোথায়?
প্রথমত, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ চলছে। ২৫ এপ্রিল সুপারলিগের ম্যাচে জাতীয় দলের অনেকেই খেলবে। সেখানে দেখা হবে। এর বাইরে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন। এই সময় পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।
এ নিয়ে কোচ হাথুরুসিংহে ও গাজী আশরাফ হোসেন লিপু’র নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক প্যানেলের সাথে সভাও হয়ে গেছে। সভায় হাথুরুসিংহে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বলেও জানা গেছে। বিশ্বকাপের আগে শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই নয়, আর ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিক দলের বিপক্ষেও খেলার সুযোগ থাকছে। তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ তো আছেই। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজদের দলের ক্রিকেটারদের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়ে খেলতে নামানোর সুযোগ ভালোভাবেই পাচ্ছেন প্রধান কোচ হাথরুসিংহে।