রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় ছেলের হাতে মা খুন হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৫৫)। এ ঘটনায় ছেলে মোহাম্মদ রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।
পুলিশ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, তাঁরা জানতে পেরেছেন, রোকেয়া তাঁর দুই সন্তানকে নিয়ে মানিকদী এলাকায় নিজ ফ্ল্যাটে থাকতেন। তাঁর ছোট ছেলে গতকাল রাত আটটার দিকে তারাবিহর নামাজ পড়তে মসজিদে যান। বাসায় ছিলেন রনি ও তাঁর মা রোকেয়া। রোকেয়ার স্বামী মোহাম্মদ আলী নরসিংদীতে চাকরি করেন। তিনি সেখানেই ছিলেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, আটক রনি পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি বঁটি দিয়ে কুপিয়ে মা রোকেয়াকে খুন করেছেন। স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলেছে, কয়েক বছর আগে একটি বেসরকারি মেডিকেলে পড়ার সময় রনি মানসিক আঘাত পান। এর পর থেকে তিনি বাসাতেই থাকতেন।
খুনের ঘটনায় ছেলে রনিকে প্রধান আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন বাবা মোহাম্মদ আলী।
ক্যান্টনমেন্ট থানার ওসি শাহিনুর রহমান বলেন, এ মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ ঢাকার আদালতে হাজির করা হবে।