২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে আজ বেলা সাড়ে ৩টায় ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের লড়াইটি কিংস অ্যারেনায় হবে।
প্রথম দেখায় বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ফিলিস্তিন। তবে এবার বাংলাদেশকে সমীহ করছে ফিলিস্তিন। কারণ, ম্যাচটা জামালদের ঘরের মাঠে। কিংস অ্যারেনা থেকে জয় তুলে নেয়া কঠিন হবে বলে মনে করেন ফিলিস্তিন কোচ মাকরাম দাবৌবের। তবে তাদের লক্ষ্য, তিন পয়েন্টের দিকেই।
এর আগে গত ২২ মার্চ কুয়েতে প্রথম লেগে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এবার লড়াইটা ঘরের মাঠে। কিংস অ্যারেনায় এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে একটিতেও হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়াও আফগানিস্তান ও লেবাননের মতো দলকে এখানে রুখে দিয়েছিল জামালরা।
তাই এ মাঠ থেকে জয় তুলে নেয়া কঠিন মানছেন ফিলিস্তিন কোচ মাকরাম দাবৌব। তবে ম্যাচ যতই কঠিন হোক, তাদের একমাত্র লক্ষ্য, তিন পয়েন্ট তুলে নিয়ে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাওয়া।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে মাকরাম বলেন, উন্নতির ধারায় থাকা বাংলাদেশের বিপক্ষে তাদের মাঠে খেলা সহজ নয়। এটা মোটেও সহজ ম্যাচ হবে না। কঠিন ম্যাচ হবে, কিন্তু এখানে আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি এবং আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া ও পরের ধাপের পথে এগিয়ে যাওয়া। প্রতিটি দলকে আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশকেও শ্রদ্ধা করি, কিন্তু আমরাও এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। ম্যাচ যেকোনো দিকে যেতে পারে। তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত এবং তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে মনোযোগী থাকতে হবে। বাংলাদেশ উন্নতি করছে। এটা তাদের হোম গ্রাউন্ড, তাই ম্যাচটা সহজ হবে না।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠেও ঘুরেফিরে এলো প্রথম লেগের বড় হারের হতাশার কথা। তবে চেনা মাঠে, সমর্থকদের সামনে নিজেদের সেরাটা মেলে ধরার আশাবাদও অধিনায়ক শোনালেন আত্মবিশ্বাসী কণ্ঠে। তিনি বলেছেন, কিংস অ্যারেনায় অপরাজিত থাকতে চাই। ৩ পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য হবে সর্বোচ্চ ভালো বিষয়; অবশ্যই আমরা চাই না নিজেদের দর্শকদের সামনে হারতে, কিংস অ্যারেনায় যে রেকর্ড আছে (অপরাজিত থাকা), সেটা আসলে আমাদের ধরে রাখতে হবে। কেননা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমরা সমর্থক, আপনাদের (গণমাধ্যমকর্মী) সামনে এই মাঠে ভালো পারফরম্যান্স দিচ্ছি।
সঙ্গে যোগ করেন, কোচ যেটা উল্লেখ করেছেন…আমরা অনেক দিন একসাথে আছি। তো আগামীকাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। কোচও বলেছেন, প্রথম ম্যাচ ছিল ভীষণ হতাশাজনক, কিন্তু আমাদের সামনের দিকে, সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। সবশেষ ম্যাচে কী হয়েছে, কী না হয়েছে, সেগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। গত ম্যাচে কী হয়েছে, সেটা আমাদের ভুলে যেতে হবে, সব মনোযোগ থাকতে হবে কালকের ম্যাচে- এদিকেই আমাদের মূল দৃষ্টি।