আবারও সংসদ সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। তিনি টানা দ্বিতীয়বারের মতো চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।
৩৬ হাজার ৪৫৮ ভোট পায় নৌকা। শফিকুর রহমান যাদেরকে পেছনে ফেলে ভোটে জেতেন, তাদের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া ঈগল প্রতীকে প্রাপ্ত ৩৫ হাজার ৪২৫ ভোট পান। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জালাল আহম্মেদের প্রাপ্ত ভোট ১৮ হাজার ৭৬০। নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র দুই প্রার্থীও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। নির্বাচনে বাকি পাঁচ প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। তারা সবাই জামানত হারিয়েছেন। এর মধ্যে আলোচিত ছিলেন বিএনএমের মহাসচিব ড. শাহজাহান।
এরআগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। তাঁর প্রাপ্ত ভোট এক লাখ ৭৩ হাজার ৩৭৯। ওই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৩০ হাজার ৭৯৯ ভোট।